
প্রাণঘাতী করোনাভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। করোনায় দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। কবে শেষ হবে করোনার মহামারি? কীভাবে শেষ হবে? এ প্রশ্নই যেন সবার মনে। এবার এ নিয়ে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম কথা বলেছে বেলজিয়ামের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিনের সাবেক প্রধান ও ভাইরাসবিদ গুইডো ব্যানহামের সঙ্গে।
তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না আমরা এই ভাইরাস নির্মুল করতে পারব; ততক্ষণ পর্যন্ত এর সংক্রমণ শেষ হবে না। এই ভাইরাসকে নির্মূল করার একমাত্র উপায় হলো ভ্যাকসিন প্রয়োগ। মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যেমই এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। গুটি বসন্তের ক্ষেত্রে যেমনটা হয়েছে, তবে এটা করতে অনেক বছর লেগে গেছে।’
তিনি আরো বলেন, ‘এই ভাইরাস সম্ভবত পৃথিবীতে রয়েই যাবে। তবে এটা অন্য ভাইরাসের মতো আচরণ করবে কিনা সেটি একটি প্রশ্ন। প্রতিবছরই করোনাভাইরাসের সংক্রমণ বেশি হতে পারে শীত, বসন্ত আর শরৎ ঋতুতে।এর প্রকোপ কমতে পারে গ্রীষ্মে।’
এই ভাইরাসবিদ আরো বলেন, ‘অন্য মহামারির ক্ষেত্রেও যেমনটা ঘটেছে এবারও হয়তো সেটা ঘটতে পারে। মানুষকে আক্রান্ত করার পর স্বাভাবিকভাবেই এর প্রভাব কমে আসবে। এ ক্ষেত্রে কার্যকরী ভ্যাকসিন প্রয়োজন।’