
রাজনীতি মাশরাফির পেশা নয়। তার মতে, রাজনীতি কখনো পেশা হতে পারে না। রাজনীতি মানুষের সেবার জন্য, উপকারের জন্য। মাশরাফির পেশা খেলা, রাজনীতিকে নিয়েছেন নেশা হিসেবে।
জমা করুন এবং একটি আইফোন 11 প্রো ম্যাক্স জিতে নিন!মাশরাফির মতে , পেশা দিয়ে মানুষ আয় করে কিন্তু রাজনীতি করতে হবে মানুষের উপকারের জন্যে। তাই সেটা পেশা হতে পারে না। রাজনীতি দিয়ে উপার্জনের কোনো চিন্তাও নেই মাশরাফির।
নিজ জেলা নড়াইল-২ আসনে এক সভায় মাশরাফি জানান, ভালোবাসার কাছে বিক্রি হতে পারি, কিন্তু টাকার কাছে কখনও বিক্রি হবো না তিনি।
এমনকি জনগণের পিছনে যে টাকা খরচ করছেন সেটা মাশরাফির উপার্জন থেকেই করছেন।
মাশরাফির ভাষায়, ‘জনগণের পেছনে যে টাকা খরচ করেছি তা আমার ব্যক্তিগত উপার্জনের টাকা। কারো কাছ থেকে চারআনা পয়সা নিইনি।
ভালোবাসার কাছে আমি বিক্রি হতে পারি কিন্তু টাকার কাছে কোন দিন বিক্রি হবো না। এই চেয়ারের প্রতি আমার কোন লোভ নেই।