
এবার খাবার দিতে দেরি হওয়ায় প্রথমে কথা কাটাকাটি তারপর মারামারি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি বিয়ে। এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারায়। গত শনিবার বিকেলে অনুষ্ঠানের শেষ মুহূর্তে উপজেলার সরকার হাট এলাকার আল-আমিন কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে আনোয়ারা থানার এসআই শামসুজ্জামান বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে মারামারির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দু’পক্ষকে শান্ত করি। কিন্তু বরপক্ষের আচরণে কনেপক্ষ মেয়ে দিতে রাজি হয়নি। তাই বরপক্ষ ফিরে যায়। এ বিষয়ে ১৮ ফেব্রুয়ারি দু’পক্ষকে থানায় আসতে বলেছি।’
এ সময় পুলিশ জানায়, আনোয়ারা উপজেলার মহতর পাড়া গ্রামের শরীফ মেম্বারের বাড়ির রবিউল হোসেনের ছেলে মো. রুবেলের সঙ্গে বাঁশখালী বেলগাঁও গ্রামের হারুনের বাড়ি আব্দুল মোতালবের মেয়ে শাবনুর আকতারের বিয়ে ঠিক হয়। বিয়ের অনুষ্ঠান চলার একপর্যায়ে বর আসে। বরকে এবং বরের মাকে খাবার দিতে দেরি হওয়ায় বরের ভাই সোহেল ক্ষিপ্ত হয়ে মারামারি শুরু করে।
এক পর্যায়ে কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ মারামারি থামানোর চেষ্টা করেও না পারায় পুলিশকে ফোন দেয়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই।এ বিষয়ে শাবনুরের মামা গুরা মিয়া বলেন, ‘খাওয়ার জন্য মানুষ এরকম করে, আর কোথাও দেখি নাই। বর আসার পর ভাত দিতে দেরী হওয়ায় তার ভাই লঙ্কা কাণ্ড করে ফেলেছে। আমাদের কয়েকজনকে মেরে আহত করেছে। তারপরও আমরা শান্ত থেকেছি। কিন্তু বরের ভাই, বাবাসহ কেউ শান্ত না হওয়ায় পুলিশ এসে দু’পক্ষকে সমঝোতায় আনতে চেয়েছিল। তবে তাদের আচরণ দেখে আমরা মেয়েকে তুলে দিইনি।’
এ সময় তিনি আরো বলেন, ‘প্রায় ৫ লাখ টাকা খরচ করছি। ৫০ হাজার টাকার ফার্নিচার আগে বরের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছি।’এই ঘটনার ব্যাপারে বরের ভাই সোহেল বলেন, ‘আমার ভাই আসার ২ ঘণ্টা পরও ভাত দিচ্ছে না, তাই একটু কথা কাটাকাটি হয়েছে। এজন্য নাকি ওরা মেয়ে দিবে না। মেয়ের পক্ষ হয়ে এত অহংকার কিসের, তাই আমরাও ফিরে এসেছি।’ মারামারির বিষয়ে জানতে চাইলে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।
Great content! Super high-quality! Keep it up! 🙂
My brother suggested I might like this website.
He was entirely right. This post actually made my day.
You can not imagine simply how much time I had spent for this info!
Thanks!
Hi, Neat post. There is a problem with your web site
in web explorer, might check this? IE nonetheless is the marketplace
leader and a large part of other people will pass over your wonderful writing because of this problem.
viagra for woman viagra sale mail order viagra
viagra uk liquid viagra shot viagra dubai
st martin viagra buy viagra us buy viagra online uk paypal
viagra soft cialis viagra sales viagra canada paypal payment