
কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপে বড়শিতে একজোড়া নাফের কোরাল ধ’রা পড়েছে। তবে মাছ দুইটির ওজন ২৫ কেজি ৩০০ গ্ৰাম। এর মধ্যে একটির ওজন ১২ কেজি ৩০০ গ্ৰাম, আরেকটি ওজন ১৩ কেজি।
শুক্রবার সন্ধ্যায় মাছ দুইটি ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার রাতে টেকনাফ পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় মাছ দুটি বিক্রয়ের উদ্দেশ্যে আনা হলে সাধারণ মানুষ ভিড় জমায়। এ মাছ দুটি ধ’রা পড়ে উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপের বাসিন্দা আমির হোসেনের ছেলে কালা মিয়ার বড়শিতে ।
কালা মিয়া জানান, এখন নাফ নদীতে মাছ ধ’রা বন্ধ। তাই প্রতিদিনের মতো বড়শি নিয়ে নাফ নদীর ওপর নির্মিত শাহপরীর দ্বীপ জেটিতে তিনি মাছ ধরেন। প্রায় সাড়ে তিন বছর ধ’রে সংসারের খরচ যোগাতে কোনো না কোনো মাছ তার বড়শিতে ধ’রা দেয়। সংসারের ঘানি টানতে তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালের দিকে কয়েক দফায় বড়শি ফেললেও কোনো মাছ বড়শিতে ধ’রা পড়েনি। পরে বিকালের দিকে আবারো বড়শি নিয়ে শি’কারে নামেন। এক ঘণ্টার ব্যবধানে দুটি বড়শিতে মাছ দুটি ধ’রা পড়ে। পরে মাছ দুটি স্থানীয় ব্যবসায়ী জহির আহমদ প্রতি কেজি ৫৫০ টাকা হিসেবে ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন। তবে মাছ ব্যবসায়ী প্রতি কেজি এক হাজার টাকা দাম হাঁকাচ্ছেন।
মাছ ব্যবসায়ী জহির আহমদ বলেন, এ মাছ দুইটি কেটে বাজারে বিক্রি করলে প্রতিকেজি ১ হাজার টাকার ওপরে বিক্রি হবে। তিনি আরো বলেন, শুক্রবার সন্ধ্যা ২৫ হাজার টাকায় মাছ দুটি বিক্রি করা হয়।
টেকনাফ উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নাফের কোরাল খুবই সুস্বাদু। দীর্ঘদিন ধরে’ নাফ নদীতে জা’ল ফে’লে মাছ ধ’রা বন্ধ থাকায় মাছের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মাঝে মধ্যে জেলেদের বড়শিতে বড় বড় মাছ ধ’রা পড়ছে।