
সাত বছরের মেয়ে। কী এমন করতে পারে! এখন তো তার খেলার বয়স। কিন্তু এত কম বয়সেই এই মেয়ে যেন পেশাদার হয়ে উঠেছে। সাত বছরের মেয়ে ৮০ কেজি ওজন তুলে নিয়েছে।
রোরি বেন উলফ। কানাডার এই মেয়ে এখন সোশ্যাল মিডিয়া সেনসেসন। তার এমন কীর্তি দেখে লোকজন অবাক হচ্ছেন। মাত্র পাঁচ বছর বয়স থেকে রোরি ভারোত্তলোন শুরু করেছিল। তার বয়সী বাচ্চারা যখন খেলে দিন কাটিয়েছে, তখন সে রীতিমতো নিজেকে শক্তিশালী করার কসরত শুরু করে দিয়েছে।
বছর দুয়েক ট্রেনিং-এর পরই রোরি এমন বাজিমাত করে দেখাল।
কানাডার ওটাবার মেয়ে রোরি। রোরি অলিম্পিকের উইমেন্স বার-এর স্নেচ-এ ৩২ কেজি, ক্লিন অ্যান্ড জার্ক-এ ৪২ কেজি, সোয়াটিং-এ ৬১ কেজি ও ডেডলিফ্ট-এ ৮০ কেজি ওজন তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। রোরি এখন বিশ্বের সব থেকে শক্তিশালী বাচ্চা মেয়ে। অনন্য রেকর্ড সে নিজের নামে করে নিয়েছে।
https://www.instagram.com/roryvanulft/?utm_source=ig_embed