
ব’হুবিবাহ প্র’থা ভারতে বহু বছর আগে ছিল, যেখানে একজনের একাধিক স্ত্রী থাকতো যদিও কিছু কিছু অংশে এটি এখনও প্র’চলিত। বিশ্বের অন্যান্য কম উন্নত দেশে এই প্রথা এখনও প্র’চলিত রয়েছে।
এরকমই একটি বিস্ম’য়কর ঘ’টনা, যেখানে একজন ব্য’ক্তির যে শুধুমাত্র ১৩ জন স্ত্রী আছে তাই নয়, তিনি সকল স্ত্রীদের একসাথে গ’র্ভবতীও ক’রেছেন । এই ছবিটিতে দৃ’শ্যত ব্য’ক্তি যিনি না’ইজে’রিয়ার বাসিন্দা (যদিও সেই ব্যা’পারে যথে’ষ্ঠ স’ন্দে’হ রয়েছে) সোশ্যাল মিডিয়ায় ব্যা’পক ভাইরাল হ’য়েছিলেন।
সাধারণ এই ছবিটিতে দেখা যা’চ্ছে এক ব্য’ক্তিকে দাঁ’ড়িয়ে থাকতে এবং তার দু পাশে সা’রিবদ্ধভাবে র’য়েছেন গ’র্ভবতী মহিলারা। বলা হচ্ছে যে, ওই ব্য’ক্তি সম’স্ত মহিলাকেই বিয়ে ক’রেছেন এবং সকলের গ’র্ভেই তার সন্তান র’য়েছে।
ওয়েবসাইটে প্র’কাশিত তথ্য অ’নুযায়ী, ওই ব্য’ক্তি ১৩ জন মহিলাকেই বিয়ে ক’রতে সক্ষ’ম হন এবং ওই মহিলারা সকলেই একে অপ’রের বা’ন্ধবী ছিলেন। ওই মহিলারা নি’র্দ্বি’ধায় একে অপরের সাথে নিজে’র স্বামীকে ‘ভা’গ’ করে নিয়ে বেশ সুখে শা’ন্তিতেই আছেন। তাদের মধ্যে কো’নোরকম ঝগ’ড়া বা মন ক’ষাকষি নেই। সবচেয়ে আ’শ্চর্য্যজ’নক ব্যাপার হল, তারা সকলেই একসাথে গ’র্ভবতী হয়েছেন।
এই মহিলারা গ’র্ভাবস্থার বি’ভিন্ন ধা’পে রয়ে’ছেন অ’র্থাৎ একসাথে গ’র্ভবতী হলেও তাদের গ’র্ভধারণের সময়ের মধ্যে ৩ থেকে ৫ সপ্তাহের ত’ফাৎ রয়েছে। যাইহোক ওই ব্য’ক্তি তার স্ত্রীদের এই অমূল্য এবং আ’নন্দের সময়ের ছবি একত্রে দেখে নি’শ্চয় খুশি হবেন।
তবে এই ঘ’টনা মি’থ্যে হওয়ারও যথে’ষ্ঠ স’ম্ভাবনা রয়ে’ছে। এর প্রথম কারণ নাইজে’রিয়ার আ’ইন কো’নোভাবেই ব’হুবিবাহকে সম’র্থন করে না, যেমনটা এখানে বলা হয়েছে। দেশে ব’হুবিবাহ ক’ঠোরভাবে নি’ষিদ্ধ এবং তা শা’স্তিযো’গ্য অপ’রাধ। আর দ্বি’তীয় কারণ হল, ছবিগু’লির ব্যা’কগ্রাউন্ড দেখে মনে হয় এটি কোনো গ’র্ভাবস্থার সময়ের ফ’টোশ্যুট ব্য’তীত অন্য কিছু নয়।
এই ঘ’টনা যদিও সত্যি নাও হতে পারে তবুও ব’হুবিবাহের স’মস্যা এখনো পৃথিবীর দেশে রয়েছে, যেটা সত্যিই আ’শ্চর্য্যজ’নক। আমাদের দেশেও অনেক শুনে থা’কবেন বা দেখে থাকবেন একই ব্য’ক্তির একাধিক স্ত্রী রয়েছে – আর এর প্রকৃ’ষ্ট উদাহরণ হলেন মি’জো’রামের জিওনা চানা, যার ৩৯ জন স্ত্রী রয়েছে এবং তিনি পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের মালিক। আমাদের দেশে এমনও কিছু গ্রাম রয়েছে যেখানে শুধু যমজ বাচ্চাই জ’ন্মগ্রহণ করে।
যাইহোক সকল স্ত্রীকে একসাথে গ’র্ভবতী করার ঘট’না বেশ আ’শ্চর্য্যজ’নক এবং দু’র্লভও বটে। তবে এটুকুই বলা যেতে পারে সব বা’চ্চাকে একসাথে সামলাতে বাবার কা’লঘাম ছু’টবে।