
একজন দারুণ ক্যালিগ্রাফার রোহিঙ্গা মোহাম্ম’দ এরশাদ। বয়স ১০৮ চলছে। এর মাঝে মাত্র তিন বছর বাংলাদেশে আছেন। স্মৃ’তির বাকিসবই আরাকান। কিন্তু আর কী’’ ফেরা হবে সেখানে? জানেন না।
শরণার্থী শি’বিরে ক্যালিগ্রাফির চর্চা তাঁর কাছে আরাকানের দিনগুলো স্ম’রণ করা মাত্র। ফজর শেষেই আঁকতে বসে যান। তুলি আর খাতা তাৎক্ষণিক আরাকানে নিয়ে যায় তাঁকে।
২০১৭ সালে গু’লি আর আ’গুনের মুখে নাফ পার হওয়ার আগে সংগে নিয়েছিলেন কেবল ক্যালিগ্রাফির খাতাগুলো। এগুলোই তাঁর অক্সিজেন।
দক্ষিণ এশিয়ায় #নি’পীড়িত #জাতিসত্তাগুলোর এমনতর #সংস্কৃতি-#সাধনার অনেকখানিই ‘মূলধারা’র কাছে আজও অজানা। রোহিঙ্গাদের স’ম্পর্কেও কত কম জানি আম’রা। [সৌজন্যে শিহাব সুমন, আরবনিউজ]