
চার দশক ধ’রে এই ব্য’ক্তি গোসল করছেন না। করে গুণলে ৪৫ বছর দাঁড়ায়। অন্ধ বিশ্বা’সের জে’রে তিনি এই পাগুলে কাণ্ড ঘ’টিয়েছেন।
kailasভারতের বারাণসীতে কৈলাস সিংহের বাড়ি। ১৯৭৪ সাল থেকে তার গোসল না করার শুরু। তার মতে, একমাত্র পুত্রসন্তানই তাকে পারবে গোসল করাতে।
গোসল না করার বছরই বিয়ে করেছিলেন কৈলাস। তার দা’বি, গোসল না করলে তিনি পুত্রসন্তান লাভ করবেন বলে এক সাধু তাকে জা’নিয়েছিল। এরপর থেকেই সাধুর আদেশ পা’লন করছেন তিনি।
আর সাধুর আদেশে তিনি গোসল ব’ন্ধ করে দিলেন। কিন্তু সাধুর ভবিষ্যদ্বাণী ফলেনি। কৈলাসের সাত সন্তানই মেয়ে। গোসল না করেও এখন পর্যন্ত পুত্রসন্তান পাননি তিনি।
তবে কৈলাসের এই কাণ্ডে তার স্ত্রী কলাবতী দেবী বিদ্রোহ ঘো’ষণা করেন। একস’ঙ্গে না থাকার হু’মকিও দেন। তবে কাজে’র কাজ কিছুই হয়নি।
কৈলাস বলেছেন, একমাত্র পুত্রসন্তানই তাকে গোসল করাতে পারবে। এ জ’ন্মে না হলেও পরজ’ন্মে পুত্রসন্তানের পিতা হয়ে তিনি গোসল করবেন।