
এবার গরু চড়ানোর কাজে যুক্ত হলো ড্রোন। উড়ে উড়ে গরুর পালকে দেখেশুনে রাখছে। এমনটি দৃশ্য দেখা গেল ইসরায়েলে। আগে কুকুর ও রাখাল দিয়ে এ কাজ করাতেন খামারিরা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গরুর পাল চড়ানো ও তাদের পর্যবেক্ষণের কাজে এ ড্রোনের নির্মাতা বিফ্রি এগ্রো নামে একটি কোম্পানি।
গরুর কাছাকাছি উড়ে দিক নির্দেশনা দেবে দূর থেকে রিমোটে নিয়ন্ত্রিত ড্রোন। আর সেটি লাইভ ভিডিও ফুটেজ পাঠিয়ে দেবে খামারিদের কাছে।
বিফ্রি এগ্রোর প্রধান নির্বাহী নোয়াম আজরান বলেন, ‘রাখাল এবং কুকুরের বদলে ড্রোন ব্যবহার প্রাণীর জন্য কম চাপের পরিবেশ তৈরি করে। কম চাপে থাকা প্রাণী আরও সুস্বাস্থ্যের অধিকারী এবং কার্যক্ষম হয়।’
এর মধ্যে আরব আমিরাত এই প্রযুক্ত আগ্রহ দেখিয়েছে বলে আজরান জানিয়েছেন। সেপ্টেম্বেরে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক গড়ে তোলে আমিরাত।
বিফ্রি এগ্রোর প্রধান নির্বাহী জানান, উটের ক্ষেত্রে এ ড্রোন কাজ করে কি না, তা পর্যবেক্ষণ করতে চলতি মাসেই গালফ অঞ্চলে যাবেন কোম্পানিটির প্রতিনিধিরা।