
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফুসে উঠেছে মুসলিম বিশ্ব। দেশটির পণ্য বয়কটের পাশাপাশি বি’ক্ষো’ভ মি’ছিল-প্র’তিবা’দ সমাবেশ হচ্ছে দেশে দেশে।
ফরাসি পণ্য ব’য়কটের প্রতি’বাদে সারা বিশ্বের এসব প্র’তিবা’দের মধ্যে সবচেয়ে বড় মি’ছিল বাংলাদেশে হয়েছে বলে দাবি করেছেন ভারতে নি’র্বাসিত বি’তর্কিত’ লেখিকা তসলিমা নাসরিন।
গত মঙ্গলবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হওয়া ইসলামী আ’ন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির দুইটি ছবি শেয়ার করে আজ বুধবার তসলিমা তার ফেসবুকে লিখেছেন, কী ভ’য়ং’কর নবীপ্রেম বাংলাদেশের মুসলমানদের।
মুসলিম ধর্মালম্বীদের অনেকটা হে’য় প্রতিপন্ন করে তিনি আরও লিখেন, এমন প্রেম আরবের মুসলমানদেরও নেই। সারা বিশ্বে ফরাসি পণ্য বয়’কটের সবচেয়ে বড় মি’ছিল হয়েছে সোনার বাংলাদেশে।
মিছিল করেছে সোনার দেশের সোনার খোকারা। এই খোকাদের যিনি জন্ম দিয়েছেন, সেই কওমি মাতা কোথায়?
এদিকে গত মঙ্গলবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশি বা’ধায় শেষ হয়।
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে সংক্ষিপ্ত সমাবেশের পর একটি বিশাল মি’ছিল নিয়ে ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশানের দিকে রওনা হয় দলটির নেতাকর্মীরা।
মি’ছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ আ’টকে দেয় এবং এখানেই তাদের কর্মসূচির ইতি ঘটে।