
টাইমস টিভি ডেস্কঃ জাদু ভিশনের বি’রুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অ’ভিযোগে স্টার প্লাস, স্টার জলসা’সহ ৭ চ্যানেল বন্ধের হু’মকি দিয়েছে কোয়াব। আগামী সাত দিনেরর মধ্যে জাদু ভিশন লিমিটেড স্টার গ্রুপের বন্ধ চ্যানেল চালু না করলে ক্যাবল অ’পারেটররা ওই সাত টিভি চ্যানেল বর্জন করবে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন হু’মকি দিয়েছেন ক্যাবল অ’পারেটরদের সংগঠন কোয়াব-এর সভাপতি এস এম আনোয়ার পারভেজ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সাল থেকে বাংলাদেশে স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফি, লাইফ ওকে এবং স্টার গোল্ডের বাংলাদেশি পরিবেশক হিসেবে কাজ করছে জাদু ভিশন লিমিটেড। কোয়াব নেতাদের অ’ভিযোগ, জাদু ভিশন নানা অজুহাতে যখন-তখন বিদেশি চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছে। গ্রাহকদের জি’ম্মি করে ক্যাবল টিভি ব্যবসাকে হু’মকির মুখে ঠেলে দিচ্ছে প্রতিষ্ঠানটি। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে জাদু ভিশন লিমিটেডকে ৪ঠা নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কোয়াব।