
ধোনির স্ত্রী সাক্ষী’র আবে’গঘন পোস্ট, ছুঁয়ে গেল সবাইকে’ইন্ডিয়ান প্রি’মিয়ার লি’গের (আইপিএল) চলতি আসরে’র প্লে অফ থেকে ছি’টকে গেছে চেন্নাই সুপার কিংস। এবারই প্রথম নি’জেদের খেলা কোনো আ’স’রের প্লে অফে উত্তী’র্ণ না হয়ে বিদায় নিয়েছে দলটি।
চেন্নাই’য়ের ব্যর্থ’তার দায় অনে’কটাই ধোনির ওপর এসে পড়েছে। এম’ন সময়ে স্বামী ও চেন্নাইকে নিয়ে’ আ’বেগ’ঘন পোস্ট করেছেন ধো’নির স্ত্রী সাক্ষী, যা ছুঁয়ে গেছে সবাইকে।
মূলত ভক্ত-অনুরা’গীদের লক্ষ্য করেই কথা বলেছেন ধোনিপত্নী। সিএস’কের অফিসি’য়াল টুই’টারেও সাক্ষীর লেখাটি শেয়ার করা হয়েছে। তিনি লিখে’ছেন, ‘এটা শুধু খেলা। তুমি কিছু জিতবে, কিছু হারবে। বহু চমকপ্রদ জয়ের সাক্ষী তুমি। সেই সঙ্গে বেশ কিছু যন্ত্রনাদায়ক হারও দেখতে হয়েছে। একদিকে উচ্ছ্বাস, অন্যদি’কে আশাভ’ঙ্গ!’
তিনি আ’রো লেখেন, ‘কো’নো আবেগই যেন খেলো’য়াড়োচিত মা’নসিক’তাকে ছাপিয়ে না যায়। এটা তো শুধু একটা খেলা! কে’উ হার’তে চায় না। তবে স’বাই তো জয়ী হতে পারে না! হারের পর স্ত’ম্ভিত হয়ে মাঠ থেকে বেরিয়ে আসার সময়টা অনেক দীর্ঘ মনে হয়।’
চেন্নাই সু’পার কিংসের প্রতি সমর্থন প্রকা’শ করে সাক্ষী যোগ করেন, ‘তোমরা আগেও বিজয়ী ছিলে, এখনো বি’জয়ী! সত্যি’কারের যো’দ্ধা’রা লড়াই কর’তেই জ’ন্মেছে। আমা’দের মনে ও হৃদয়ে সর্বদা সু’পার কিংসই থাক’বে!’