
ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অ’পু বিশ্বা’সকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে। এর কারণ হিসেবে জানা গেছে, তিনি নাকি আবারও বিয়ে করছেন অ’পুর বিয়েক কথা বাতাশে ভাসলেও এবার তিনি নিজেই পরিস্কার করে দিয়েছেন তিনি কাকে বিয়ে করতে যাচ্ছেন।
সম্প্রতি তিনি একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা এগুচ্ছে। পাত্র মিডিয়ার কেউ নন, তিনি একজন ব্যবসায়ী। শিগগিরই খবরটি জানাতে পারবো।
যেহেতু প্রাথমিক কথাবার্তা হচ্ছে চূড়ান্ত হলেই জানাবো।অ’পু বিশ্বা’স বলেন, আবার বিয়ের জন্য পরিবারের পাশাপাশি আমিও মা’নসিকভাবে প্রস্তুতি নিয়েছি। হয়তো শিগগির বিয়ে করবো। এবার আর কোনো লুকোচু’রি থাকবে না।
একা একা এভাবে জীবন চলে না। তাছাড়া প্রত্যেকেই জীবনে অবলম্বন চায়, নিরাপত্তা চায়। তাই ঠিক করেছি এবার বিয়েটা করে ফেলব। কারণ, নায়িকা হলেও অফস্ক্রিনে আমিও একজন মানুষ। আমা’রও ব্য’ক্তিগত একটা জীবন রয়েছে।
২০০৮ সালের ১৮ এপ্রিল গো’পনে বিয়ে করেন শাকিব খান ও অ’পু বিশ্বা’স। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। সম্প্রতি চার বছরে পা রাখলো জয়।অ’পু বিশ্বা’সের কাছে জয় থাকলেও বাবা হিসেবে সন্তানের সব দায়িত্ব পালন করছেন শাকিব খান। গেল বছরের ২২ ফেব্রুয়ারি আইন অনুযায়ী কার্যকর হয় শাকিব-অ’পুর ডিভোর্স।