
২০১৯ সালের ১৫ এপ্রিল দম্পতির ঘরে জন্ম নেয় জোড়া যমজ শিশু সন্তান লাবিবা ও লামিসা। নীলফামারীর জলঢাকার যাদুরনাথ গ্রামের দিনমজুর আমিন আলীর আর্থিক সঙ্গতি না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অর্থায়নে শিশু দুটিকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে পায়ু পথের অপারেশন করায়।
জোড়া লাগানো হওয়ায় ঘুমানো খাওয়াসহ নানাবিধ সমস্যার মধ্য দিয়ে বড় হচ্ছে লাবিবা ও লামিসা। অস্ত্রপচারের মাধ্যমে তাদের আলাদা করা সম্ভব। তবে আর্থিক সংকটের কারণে পারছে না দরিদ্র পরিবারটি।
শিশু দুটির অস্ত্রোপচারের জন্য এরইমধ্যে আর্থিক সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানালেন জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।
জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকা মেডিকেলে অস্ত্রপচারের মাধ্যমে ১৮ মাস বয়সী লাবিবা ও লামিসাকে আলাদা করতে প্রায় ৮ লাখ টাকা ব্যয় হবে।