
আগের বিয়ে টেকেনি বলে এখন বিয়ে নাম শুনলেও ভ’য় পাই, এমন কথা বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অ’ভিনেত্রী জয়া আহসান।
কলকাতার আনন্দবাজার প্রতিবেদক জয়াকে প্রশ্ন করেন বিয়ে করছেন কবে, উত্তরে জয়া বলেন, জানি না। হুট করে করতে পারি, আবার নাও করতে পারি। আসলে রাস্তা ঠিক করে জীবনে কিছুই করিনি।
আগের বিয়েটা কোনও কারণে টেকেনি বলে একটা ভ’য়ও আছে। আসলে আবার যদি বিয়ে করি তাহলে সেটা সম্মানের সঙ্গে টিকিয়ে রাখার জন্য সবরকম চেষ্টা করব।
সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’তে রুবি চরিত্রে অ’ভিনয় করা জয়া ইতিমধ্যে কলকাতার দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে বেশকিছু ছবির কাজে কলকাতায় থাকা হয় এ অ’ভিনেত্রীর। দীর্ঘদিন কলকাতায় থাকার কারণে বেশ বন্ধু জুটিয়েছেন জয়া।
বলেন, টালিউডের সোহিনী, সায়নী, প্রিয়াঙ্কা, সুদীপ্তাদি খুব ভালো বন্ধু আমা’র। এছাড়া কলকাতায় কোনো ধরনের বিপদে পড়লে অরিন্দ নাকি আগে ছুটে আসবেন। তবে বিশেষ কোনো বন্ধুতে বিশ্বা’সী নন এ অ’ভিনেত্রী। বর্তমানে কলকাতার নামি-দামী তারকাদের সঙ্গে বঙ্গ সম্মেলনে যোগ দিয়েছেন মডেল ও অ’ভিনেত্রী জয়া।