
আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এই ছবি
নিয়ে শুরু হয়েছে জল্পনা।ছবিতে দেখা যাচ্ছে একজন তরুণের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তার হাত ধরে রেখেছেন তিনি। তবে ছবিতে সেই
তরুণের চেহারা নেই! পপি এই ছবিটি পোস্ট করে লিখেছেন ‘সিক্রেট’। ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে তার ভক্তরা নানারকম মন্তব্য
করছেন। অনেকে বলছেন, তাহলে কি পপি এনগেজ হয়েছেন! আমাদের কি হবে!
আবার অনেকে বলছেন, হয়তো নতুন কোনো ছবির নায়কের সঙ্গে ছবিটি পোস্ট করেছেন পপি। চমক তৈরির জন্যই এমন
পোস্ট দিয়েছেন।এদিকে কয়েকদিন আগেই নিজের জন্মদিনে ইমপ্রেস টেলিফিল্মের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পপি।
অনেকে বলছেন, ছবিটি সেই ছবির নায়কের হতে পারে। আবার কেউ কেউ বলছেন, পপি হয়তো নিজের জীবন সঙ্গী বেছে
নিয়েছেন।আরও পড়ুন…বিসিএস সাধারণ শিক্ষা
ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা সামছ আরা জাহান। রাজধানীর ইডেন সরকারি মহিলা কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের
সহকারি অধ্যাপক ছিলেন। সেখানে চাকরিরত অবস্থাতেই তিনি ক্যান্সারে আ`ক্রান্ত হন। পরে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা
অধিদফতরে (মাউশি) সংযুক্তি দেওয়া হয়। চলতি বছরের ১২ মে তিনি মা’রা যান।
এর চার মাস পর ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সামছ আরা জাহানকে (আইডি-১৮১৬২) ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে
সহকারী অধ্যাপক (উদ্ভিদবিদ্যা) পদে বদলির আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি কলেজ-১ শাখা থেকে উপ-সচিব
ফরহাদ হোসেনের স্বাক্ষরে এ আদেশ জারি করা হয়।