
বলিউড তারকা হৃতিক রোশন তার সাবেক স্ত্রী সুজান খান’কেই আবার বিয়ে করতে চলেছেন বলে গুঞ্জন ওঠেছে। সাবেক এই দম্পতির এক ঘনিষ্ঠ বন্ধু গণ’মাধ্যমকে এমনটাই জা’নান। তার তথ্য’মতে, হৃতিক-সুজান আবার যেকোনো দিন দ’ম্পতি হিসেবে সবার সামনে হাজির হতে পারেন। তিনি বলেন, আবার বন্ধনে আ’বদ্ধ হওয়া নিয়ে কাজ করছেন তারা। এরই মধ্যে সম্পর্কের স’মস্যার দিক’গুলো তারা চিহ্নিতও করেছেন।
সাধ্য’মতো তা থেকে বেরিয়ে আসার চে’ষ্টা করছেন। তাদের সময় দিন-অবশ্যই তারা আবার এক হবেন। দীর্ঘ’দিন প্রেম করে হৃতিক রোশন ও সুজান খান বিয়ে বন্ধনে আ’বদ্ধ হন। কিন্তু ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। অবশ্য এর বছর’খানেক আগে থেকেই আ’লাদা থাকতে শুরু করেন তারা।
হৃতিক
আলাদা থাকলেও হৃতিক ও সুজানের পরিবারের মধ্যে এখনও সু’সম্পর্ক বিদ্যমান। উভয় পরিবার এক’সঙ্গে সব উৎসব উদ’যাপন করে। তারা দুজন যখন ওই সব উৎসবে উ’পস্থিত হন, দেখে বোঝার উ’পায় থাকে না যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। বাচ্চা’দের সঙ্গে নিয়েও দুজন একত্রে প্রায়ই বিভিন্ন স্থানে যান।