
একেক পুরুষের পছন্দ একেক রকম। কেউ যদি তার স’ঙ্গীনিকে শাড়িতে দে’খতে ভালোবাসেন,
তাহলে অন্যকেউ হয়তো চাইবেন তার স’ঙ্গীনি জিনস-ফতুয়ায় পরুক। তবে অবিশ্বা’স্য হলেও সত্যি প্রতিটা পুরুষ তার স’ঙ্গীনির মাঝে কিছু অদ্ভুত ব্যা’পার দে’খতে পছন্দ করেন, যা প্রচলিত ধারণার একদম বাইরে!
মেক-আপকে না: আজকাল আধুনিক নারী মাত্র মেক-আপ ব্যাপারটার সাথে সুপরিচিত। কোনো অনুষ্ঠান বা বেড়াতে যাওয়া- মেক-আপ ছাড়া মেয়েদের চলেই না। কিন্তু আপনি কী জা’নেন, আপনার পুরুষ স’ঙ্গীটি আপনাকে মেক-আপ ছাড়া দে’খতেই সবচে’য়ে বেশি ভালোবাসেন? শুধু সঙ্গী নয়, পুরুষ মাত্রই মেয়েদের মেক-আপ ছাড়া দে’খতে পছন্দ করেন। কাজেই আজ থেকেই মেক-আপকে না বলুন এবং স’ঙ্গীর মন আরো খানিকটা জয় করুন।
ম্যাচ না করা অ’ন্তর্বা’স: প্রায় সব মেয়েই পোশাকের সাথে ম্যাচ করে অ’ন্তর্বা’স ব্যবহার করেন। কিন্তু ছেলেরা ম্যাচ না করা অ’ন্তর্বা’সই বেশি পছন্দ করে। যেমন ধ’রুন, আপনি গোলাপী সেলোয়ার-কামিজে’র সাথে ম্যাচ করে গোলাপী অ’ন্তর্বা’স পরছেন কিন্তু গবেষণায় বেরিয়ে এসেছে, এমন ক্ষে’ত্রে অন্য রঙের অ’ন্ত’র্বাসই বেশি পছন্দ করে ছেলেরা।
বুদ্ধিমত্তা: ছেলেরা বোকা মেয়েদের চেয়ে বুদ্ধিমতি মেয়েদের বেশি পছন্দ করে। কারণ স’ঙ্গীনিই এমন একজন মানুষ, যিনি একজন ছেলের বলতে গেলে সবচেয়ে কাছের ব’ন্ধু। আর আপনি যদি জীবন চলার ক্ষেত্রে স’ঙ্গীর জীবনে বু’দ্ধির পরিচয় দিয়ে কোনো প্রবাব না রেখে বোকার মতো পথচলাকে থমকে দেন, সেটা নিশ্চয়ই ভালো কিছু হবে না।
শ’রীরের বক্রতা: ছেলেরা শ’রীরের বাঁক খুব পছন্দ করে। এজন্য দেখা যায় জিরো ফি’গারের বা বেশি মোটা মেয়েদের চেয়ে ভালো স্বা’স্থ্যের অধিকারী মেয়েদের বেশি পছন্দ করে ছেলেরা।
আ’ত্মবিশ্বা’সী, মা’নসিক পরিপক্ক এবং যৌ’নতায় অকপ’টতা: নিজেকে লুকিয়ে না রেখে আ’সল চেহারা উপস্থাপন করুন। স’ঙ্গী যখন হতা’শাগ্র’স্ত তাকে সাহস দিন। অ’ন্তর’ঙ্গতার সময় কথার শা’লীনতার বেড়াজাল ছিন্ন করুন এবং অকপ’টে নিজে’র যৌ’নতা প্র’কাশ করুন। হলফ করে বলে দেওয়া যায়, স’ঙ্গী শতভাগ আপনার।
ঘুমানর সময় ঢোলা পোশাক পরুন: অনেকেই নিজে’র স্মা’র্টনেস ধ’রে রাখতে অথবা আ’ত্মসম্মানবো’ধের কারণে একটা নি’র্দিষ্ট দূ’রত্ব বজায় রেখে চলেন, পোশাকে পরিপাটী থাকেন। হয়তো ভেবে থাকেন, এমনভাবেই সঙ্গী পছন্দ করেন। কিন্তু এতে আপনার স’ঙ্গী উ’ল্টো আরো বির’ক্ত হতে পারেন। ঘুমানর সময় ঢোলা পোশাক পরুন, স’ঙ্গীর সাথে সকল দূ’র’ত্ব ঘু’চিয়ে ফেলুন। দেখবেন, জীবন কত সুন্দর!
অগোছালো চুল: আপনি ভাবছেন আপনার পরিপাটি চুল সঙ্গী বেশি পছন্দ করেন? অনেকে তো নিজে’র চুল ধ’রতেও দিতে চান না। কিন্তু আপনি কী জা’নেন, আপনার স’ঙ্গী অগোছালো চুল বেশি পছন্দ করেন? আপনার চুল এলোমেলো করে দিতেই তিনি বেশি পছন্দ করেন?
চোখে চোখে যোগাযোগ: স’ঙ্গীর চোখে চোখ রাখু’ন। আ’ত্মিক যোগাযোগ গড়ে তুলুন। ল’জ্জাকে এখানে প্রশ্র’য় দেবেন না। কারণ আপনার স’ঙ্গী আপনার সাথে দৃষ্টি বিনিময় ক’রতেই বেশি ভালোবাসেন।মেয়েদের মাঝে যে ৮টি অদ্ভুত বিষয় পছন্দ করে ছেলেরা!