
নিজের জমিতেই চাষবাস করেন। সামান্য রোজগার। চাষ ছাড়া তাঁদের আর কোনও আয়ের রাস্তা নেই। সেই জমিতেই মাটি খুঁড়তে গিয়ে অমূল্য রত্ন খুঁজে পেলেন এক গরীব ঘটনাটি ঘটেছে সাইথ আফ্রিকার তানজানিয়ায়। এখানকার বেশিরভাগ মানুষ খনিতে খননকার্ষ করেই জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই ব্যক্তি যার নাম সানিনুই লাইজার তিনি কোনও খনিতে কাজ করতেন না। নিজের জমিতেই সামান্য ফলন করে দিন কাটতো তাঁর ও পরিবারের।
এই পাথর দু’টি দেখেই ওই ব্যক্তি বুঝতে পারেন এগু’লো জেমস্টোন। তিনি স’ঙ্গে স’ঙ্গে স্থানীয় প্রশাসনের স’ঙ্গে যোগাযোগ করেন। তারা এসে উ’দ্ধার করে নিয়ে যান পাথর দু’টি।
তবে ওই গরীব কৃষককেও নিরাশ ‘হতে হয়নি। এই দু’টি পাথরের জন্য তাঁকে দেওয়া হয় ৭.৭৪ বিলিয়নের চেক। তানজানিয়ার ইতিহাসে এত বড় জেমস্টোন এর আগে পাওয়া যায়নি।